Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক মেয়রসহ আ.লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী শহর থেকে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী ও তার মেয়ে জামাই আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পি। মুক্তার আলী পিয়াদাপাড়া গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে এবং রিবন আহমেদ বাপ্পি চকসিংগা গ্রামের মৃত বাবুল ইসলামের ছেলে। তারা ৫ আগস্টের পর থেকে রাজশাহী শহরে আত্মগোপনে ছিল। রাজশাহী ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে।
এ বিষয়ে বাঘা থানার ওসি আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা ও মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
