২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

বাড়ি থেকে ধরে নিয়ে যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

বাড়ি থেকে ধরে নিয়ে যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

ডায়াল সিলেট ডেস্কঃ-

যশোর সদর উপজেলায়  রেজাউল ইসলাম (৩৫) নামে যুবলীগের এক কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরাগতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতের দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রেজাউল ইসলাম দৌলতদিহি গ্রামের গোলাম তরফদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা যায়, গতকাল রাত ১২টার দিকে দুর্বৃত্তরা রেজাউল ইসলামকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তারা বাড়ির পাশেই তাঁকে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান বলেন, রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর নামে একাধিক মামলা আছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });