ডায়ালসিলেট ডেস্ক :ডিম, ব্রয়লার মুরগি ও ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীর কাওরান বাজারে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ- এর নেতৃত্বে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। সোমবার বিকালে এ কার্যক্রম পরিচালান করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!বাণিজ্য উপদেষ্টা কাওরান বাজারস্থ কিচেন মার্কেটের চাল, আলু, ডাল, পিয়াজ, রসুন, আদা ডিম, ব্রয়লার মুরগি ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের নিকট থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতির তথ্য জানতে চান।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ যেমন, বন্যা, অতিবৃষ্টি ইত্যাদির কারণে ডিমের উৎপাদন হ্রাস পাওয়ার পাশাপাশি সবজিসহ কিছু পণ্যের উৎপাদন নষ্ট হয়েছে। যার ফলে সাপ্লাই চেইনে কিছুটা ঘাটতির কারণে এ সকল পণ্যের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে।ব্যবসায়ীদের যৌক্তিক লাভ করে ব্যবসা করার অনুরোধ জানান তিনি।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, উৎপাদনকারী, পাইকারী ও খুচরা বিক্রেতার মূল্যের ব্যবধান যেন সহনীয় পর্যায়ে থাকে তা টাস্কফোর্স কর্তৃক মনিটরিং করা হচ্ছে। কেউ অতি মুনাফা বা সুযোগ বুঝে মূল্য বৃদ্ধি করলে কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি জানান পণ্যের মূল্য বেঁধে দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। এ জন্য সাপ্লাই চেইন ঠিক রাখতে শুল্ক কমানোর পাশাপাশি ব্যবসায়ীদের সাথে আলোচনা করে তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার কাজ করছে।
বাজার তদারকি কার্যক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খানসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর/সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

