ডায়ালসিলেট ডেস্ক :: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার পুরাতন মাঠে ঈদের জামাত হবে ।

২০২৪ইং সালের গণঅভ্যুর্থানের পর নতুন বাংলাদেশে নতুনভাবে ঈদ আনন্দ আমদের সকলকে ভাগাভাগি করে নিতে হবে।

রোববার বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের বুড়িগঙ্গা হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, ঈদকে নগরবাসীর জন্য আরও সুন্দর করতে ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের সংস্কৃতিকে এবার থেকে চালু করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
তিনি বলেন, ঈদ উদযাপনে এবার সুলতানি আমলের মতো ঈদ মিছিলের আয়োজন করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *