বালুবাহী ট্রাক চাপায় মা-শিশু নিহত, ৫ জনের অবস্থা আশঙ্কাজনক

Thank you for reading this post, don't forget to subscribe!

খাগড়াছড়ির রামগড়ের তৈছালা পাড়া এলাকায় অবৈধ বালু পরিবহনকারী ট্রাকের চাপায় মা ও শিশুকন্যা নিহত হয়েছে। তাঁরা সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন। অটোরিকশার অপর পাঁচ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে রামগড় জালিয়াপাড়া সড়কের তৈছালাপাড়ার সোমাচন্দ্র কারবারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার পাতাছড়া এলাকার সালেহ আহমেদের স্ত্রী তাছলিমা আক্তার (২৭) ও তাঁর এক বছরের কন্যা তানহা। এ ঘটনায় তাঁদের আরেক সন্তান মোহাম্মদ তানভীর (৭) গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন—মোহাম্মদ তানভীর (৭), উপজেলার নাকাপা গ্রামের মোহাম্মদ নুরুন্নবীর ছেলে আজিজ উল্ল্যাহ (২৭), আঁধার মানিক এলাকার তৈয়ব আলীর স্ত্রী রোশনারা বেগম (৬০), সিএনজি চালক রনি ও মমতাজ বেগম (২০)।
আহতদের স্থানীয়রা রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ শামীম জানান, সন্ধ্যায় রামগড় উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে একটি সিএনজি অটোরিকশা ছয় যাত্রী নিয়ে নাকাপা যাচ্ছিল। রামগড় জালিয়াপাড়া সড়কের তৈছালাপাড়া এলাকার সোমাচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি পিকআপ চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও শিশু নিহত হয়। সিএনজি চালকসহ ছয়জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসার জন্য রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনার পরেই পিকআপ চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছেন।
রামগড় থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ফায়ার সার্ভিস এবং পুলিশ যৌথভাবে মরদেহ উদ্ধার করে। ঘাতক চালক এবং গাড়িটি আটকের জোর চেষ্টা চালানো হচ্ছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *