ডায়াল সিলেট ডেস্ক ॥ শ্রীমঙ্গল-শমশেরনগর বাস মালিক সমিতির সভাপতি ও সাবেক জাতীয় শ্রমিকলীগ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান চৌধুরী (মুকিত) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার ২৬ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার লাইফ লাইন মেডিকেলে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি এক ছেলে-এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। মরহুম মোস্তাফিজুর রহমান মুকিতের জানাজা নামজ শুক্রবার বাদ জুম্মা শ্রীমঙ্গল কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ সহ জেলার বিভিন্ন উপজেলার রাজনীতিবিদ, ব্যবসায়ী ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন। পরে তাকে শ্রীমঙ্গল পৌর এলাকার কালিঘাট রোডস্থ বাইতুল আমান জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে জাতীয় সংসদের মৌলভীবাজার-৪ আসনের সংসদ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ শোক প্রকাশ করেছেন। তিনি এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এছাড়াও তার মৃত্যুতে শ্রীমঙ্গল প্রেসক্লাব, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী, রাজনীতিবিদ, সামাজিক সংগঠন শোক প্রকাশ করেন।

