ডায়ালসিলেট ডেস্ক::হবিগঞ্জের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালক হয়েছেন। এছাড়া ও আরও পাঁচ জন আহত হয়েছেন। নিহত সিএনজি চালকের নাম সালাম (৩০)। তাতক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
Thank you for reading this post, don't forget to subscribe!তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বাগানবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংর্ঘষ হলে হতাহতের ঘটনাটি ঘটেছে।
এসময় বিক্ষুব্ধ জনতা পুলিশের মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা সিলেট মহাসড়কে প্রায় দেড় ঘন্টা যাবত সড়ক অবরোধ চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান।

