বাহুবল প্রতিনিধি :: হবিগঞ্জের বাহুবলে দু’পক্ষের সংঘর্ষ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার মিরপুরে এ ঘটনাটি ঘটে। পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। নিহতরা হলেন একই গ্রামের হাসান আলীর ছেলে উস্তার মিয়া (৩৭) ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী (৩৫)।
আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার এস এম মুরাদ আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুপক্ষ মুখোমুখি অবস্থানে আছে। পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করছে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খায়ের বলেন, কি বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে এখনও জানা যায়নি। আমরা ঘটনাস্থলে আছি এবং কারণ জানার চেষ্টা করছি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামের ইউসুফ মিয়া এবং ফারুক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। পাল্টাপাল্টি মামলা-মোকদ্দমাও রয়েছে উভয়পক্ষের মধ্যে। এর জের ধরে শনিবার রাতে উভয়পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উস্তার মিয়া ও ইউসুফ আলী গুরুতর আহত হন। তাদের সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

