ডায়ালসিলেট ডেস্ক :বিএনপিকে নেতৃত্বশূন্য করতেই স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমার বিরুদ্ধে যুদ্ধাপরাধীর অভিযোগ দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক।শুক্রবার (২৫ অক্টোবর) দেশে ফিরে রাজধানী শেরেবাংলানগরের একটি হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এমন মন্তব্য করেন তিনি।
Thank you for reading this post, don't forget to subscribe!ড. ওসমান ফারুক বলেন, যুদ্ধাপরাধের অভিযোগ এনে আমাকে নানাভাবে নাজেহাল করেছে পতিত সরকার। যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়ে কেউ প্রমাণ করতে পারবে না। দলের নেতৃত্ব শূন্য করতেই আমার বিরুদ্ধে এমন অভিযোগ দেয়া হয়েছিল।
দেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে এমন প্রত্যাশা করে বলে সাবেক এই শিক্ষামন্ত্রী বলেন, বিদেশে থাকা অবস্থায় রাজনীতি থেকে কিছুটা দূরে থাকলেও জিয়া পরিবারের উপর বিশ্বাস রেখে আগামীতে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকবো। এছাড়া অন্তর্বর্তী সরকারের সাফল্যের ওপর জাতির সাফল্য নির্ভর করছে বলে মন্তব্য করেছেন তিনি।
এর আগে দীর্ঘ ৫ বছর পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। সর্বশেষ ২০১৯ সালের মে মাসে তিনি যুক্তরাষ্ট্রে যান।

