ডায়ালসিলেট ডেস্ক : ৩ দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে মৌলভীবাজার জেলা বিএনপির দুই গ্রুপ আলাদা অবরোধ কর্মসুচি পালন করেছে।বুধবার সকাল ৯টা থেকে জেলা বিএনপির (নাসের রহমান গ্রুপ) নেতারা শহরের মৌলভীবাজার-সিলেট সড়কে জেলা যুবদলের হরতালের সাথে একাত্মতা পোষন করে অবরোধ ও হরতাল কর্মসুচি পালন করেন। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করীম ময়ুন, সহ সভাপতি আশিক মোশাররফ, সহ সভাপতি ও সদর উপজেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকশি মিছবাহ হুর রহমানসহ অনেকে।
Thank you for reading this post, don't forget to subscribe!এদিকে, জেলা বিএনপি (মিজান গ্রুপ) মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকায় সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল বের করে। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্বাগত কিশোর দাশ চৌধুরী, বিএনপি নেতা মনোয়ার আহমদ রহমানসহ অনেকে।

