এক দফায় ঐকমত্য

 

Thank you for reading this post, don't forget to subscribe!

ডায়াল সিলেট ডেস্ক :: সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদের একাংশের (রেজা কিবরিয়াপন্থিদের) সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

 

সোমবার বিকেল ৫টা ৩০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে গণঅধিকার পরিষদের পক্ষে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, সাদ্দাম হোসেন, আবুল কালাম আজাদ, আরিফুর রহমান তুহিন, সহকারী আহ্বায়ক জে আবেদীন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহ, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, সাইফুল্লাহ হায়দার, শেখ খায়রুল কবীর, ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক, মোহাম্মদ শামসুদ্দিন, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন শুভ এবং বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

 

বৈঠক শেষে গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান সাংবাদিকদের বলেন, আমরা এক দফার যুগপৎ আন্দোলনে ঐকমত্যে পৌঁছেছি। আগামী ১২ জুলাই এক দফা কর্মসূচিতে যাচ্ছি আমরা। গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার নেতৃত্বে আমরা মাঠে থাকবো, ইনশাআল্লাহ্।

 

ফারুক হাসান বলেন, আমাদের দাবি নির্দলীয়, নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং শেখ হাসিনার পদত্যাগ। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি।

 

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী ১২ জুলাই এক দফা কর্মসূচিতে গণঅধিকার পরিষদ ও বিএনপি একমত। দলমত নির্বিশেষে সব মানুষকে আমরা এক দফা দাবির আন্দোলনে আমন্ত্রণ জানাই। এ মুহূর্তে সরকার পতনই আমাদের একমাত্র লক্ষ্য।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *