ডায়ালসিলেট ডেস্ক :৫ই আগস্টের রক্তাক্ত অভ্যুত্থান রাজনীতিকে জটিল করে দিয়েছে। নতুন বাংলাদেশে ‘ভারত কার্ড’ ক্রমেই মুখ্য হয়ে উঠছে। আশ্চর্যজনক হলেও এটাই বাস্তবতা। ভারতবিরোধী কার্ডের নয়া নয়া দাবিদার দৃশ্যপটে। পুরনোরা বরং ভোল পাল্টানোর চেষ্টায়। দিল্লির আশ্রয়ে থাকা পলাতক সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চরম বিপাকে। গুম-খুনের বিচার অগ্রাহ্য করতে পারছেন না তিনি ও তার দল। পালিয়ে যাওয়ার কারণে দলে তার নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে। সব মিলিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না বা নিতে পারছে না। যদিও প্রবীণ এই দলটির নিজস্ব ভোটব্যাংক রয়েছে। ভোটের খেলায় তারা ওয়াকওভার পেলে বা দিলে হিসাব হবে এক। আর ডামি, স্বতন্ত্র বা কোনো ফর্মে প্রার্থী (হোক কলাগাছ) দাঁড় করিয়ে রাখতে পারলে পরিস্থিতি হবে ভিন্ন। মোট কথা, ভোট তথা জনরায়। যেকোনো মূল্যে এটি নিজের পক্ষে নেয়া চাই।
Thank you for reading this post, don't forget to subscribe!ভোট পেলে জয়, না পেলে ক্ষয়। সেটি বিবেচনায় জাতীয়তাবাদী শক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি এবং ইসলামপন্থি মডারেট ফোর্স জামায়াত এখন মুখোমুখি। দেড়যুগ আগে একসঙ্গে সরকারে ছিল দল দু’টি। কিন্তু এবার তারা আলাদা। উভয়ে নিজেকে নেতৃত্বের আসনে রেখে ভোটের জোটে নতুন বন্ধু খুঁজছে। জোটের রাজনীতিতে স্বতন্ত্র বলয় তৈরির চেষ্টায় দু’দলই মরিয়া।

