জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ ও তাঁর ভাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমদের গ্রামের বাড়িতে গভীর রাতে অগ্নি সংযোগে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পৌর পয়েন্টে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগি সংগটনের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়ারা সাদ মাষ্টার সভাপতিত্বে ও সহসভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, যুগ্ম আহবায়ক শামিম আহমদ, উপজেলা স্বেচ্চাসেবক দলের আহবায়ক হাজী হারুন রশীদ, পৌর স্বেচ্চাসেবক দলের আহবায়ক নুরুল আমিন প্রমুখ।
সমাবেশে বক্তারা গভীর রাতে সরকার দলীয় মদদ পুষ্ট কিছু কু-চক্রি মহল কর্তৃক অগ্নি সংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান। এসময় উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগি সংগটনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

