Thank you for reading this post, don't forget to subscribe!
সোহেল আহমদ :: বিএনপি মহাসচিব ও মির্জা আব্বাসকে বাসা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহষ্পতিবার দিবাগত রাত প্রায় সোয়া তিনটার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর উত্তরার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে এ কথা জানান। শায়রুল বলেন, ডিবির কর্মকর্তারা ‘উপরের নির্দেশ’ আছে বলে স্যারকে নিয়ে গেছে।
ঠিক একই সময় রাত প্রায় সোয়া ৩টার দিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকেও তাঁর শাহজাহানপুরের বাসা থেকে গ্রেফতার দেখিয়ে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

