Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে টি-টেন টুর্নামেন্ট পার সিক্সটি লিজেন্ডস লিগ। আগামী ৫ আগস্ট মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। এই লিগে ডেট্রয়েট ফ্যালকন্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিব দলটির আইকন ক্রিকেটার।
সাকিব ছাড়াও বাংলাদেশের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটিতে আরও ৮ বাংলাদেশি নাম লিখিয়েছেন। এই তালিকায় আছেন নাসির হোসেন, রনি তালুকদার, নিহাদ উজ জামান, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক ও এনামুল হক জুনিয়র।
বাংলাদেশের বাইরের ক্রিকেটার হিসেবে দলটিতে আছেন ভারতের রিশি ধাওয়ান, শারদ লাম্বা, ওয়েস্ট ইন্ডিজের চন্দরপল হেমরাজ, অ্যান্থনি ব্রাম্বলি, শ্রীলঙ্কার মালিন্দা পুষ্পাকুমারা এবং দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট।
এর আগে আজ (রোববার) সাকিবকে দলে টানার ঘোষণা দেয় দুবাই ক্যাপিটালস নামের একটি ফ্র্যাঞ্চাইজি। এই দলটির হয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলবেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
