ডায়াল সিলেট ডেস্ক :: শিক্ষার্থীদের কাছ থেকে অগ্রিম কোনো টিউশন ফি নেওয়া যাবে না। শুধু সংশ্লিষ্ট মাসের টিউশন ফি সংশ্লিষ্ট মাসেই নিতে হবে। এ বিষয়ে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকে নির্দেশ দেওয়া হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!
সোমবার শিক্ষা মন্ত্রণায়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব জহিরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, চলতি বছরের মাধ্যমিক ও সমমানের সব শ্রেণির বার্ষিক পরীক্ষা নভেম্বরের মধ্যে সমাপ্ত হবে। এ অজুহাতে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর—তিন মাসের টিউশন ফি শিক্ষার্থীদের কাছ থেকে একসঙ্গে অগ্রিম আদায়ের নোটিশ দিয়েছে। এতে অভিভাবকেরা অসহনীয় আর্থিক চাপের মধ্যে পড়বেন।
আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক একসঙ্গে একাধিক মাসের টিউশন ফি অগ্রিম আদায় না করে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট মাসের টিউশন ফি সংশ্লিষ্ট মাসেই গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাউশিকে নির্দেশ দেওয়া হয়েছে।

