ডায়ালসিলেট ডেস্ক::করোনা ভাইরাস মহামারিতে বিশ্বে প্রকৃতপক্ষে কত মানুষ মারা গেছেন তা নির্দিষ্ট নয়। তবে বিভিন্ন দেশের সরকারের দেয়া তথ্যমতে এই সংখ্যা ৫০ লাখের বেশি। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করেন এই সংখ্যা দুই কোটির কাছাকাছি। বহু দেশে সরকারি হিসাবের বাইরে অসংখ্য মানুষ মারা গেছেন- যাদের হিসাব সরকারি খাতায় স্থান পায়নি। এ অবস্থায় করোনা ভাইরাসের ভবিষ্যত গতিপথ কেমন হবে তা নির্ভর করে ব্যাপকহারে টিকা দেয়ার ওপর। বার্তা সংস্থা এএফপির মতে, প্রতিটি দেশ যেসব তথ্য সরবরাহ দিয়েছে তাতে বিশ্বে মৃত্যুর সংখ্যা ৫০ লাখের বেশি। কিন্তু প্রকৃতপক্ষে এই সংখ্যা ৫০ লাখের অনেক বেশি। এ বিষয়টিতে নজর রেখেছে বৃটেনের বিখ্যাত ইকোনমিস্ট ম্যাগাজিন। তাদের রিপোর্টে বলা হয়েছে, করোনায় বিশ্বে প্রায় এক কোটি ৭০ লাখ মানুষ মারা গেছেন। পাস্তুর ইনস্টিটিউটের মহামারি বিষয়ক প্রফেসর আর্নাউড ফন্টানেট এএফপি’কে বলেছেন, এই সংখ্যাটিই আমার কাছে অধিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। তিনি বলেন, পূর্ব ইউরোপে জনগণের মধ্যে টিকা নেয়ার বিরোধিতা প্রবল ছিল। এ কারণে বিপুল সংখ্যক মানুষকে টিকা দেয়ার কাজ ব্যর্থ হয়েছে। ফলে জনগণের মধ্যে ভয়াবহ মহামারি দেখা দিয়েছে। এতে তাদেরকে হাসপাতালে যেতে হয়েছে। (তথ্যসূত্র- ডন)
Thank you for reading this post, don't forget to subscribe!ডায়ালসিলেট এম/

