সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত হওয়া এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। নিহত শেখ গয়াছ মিয়া উপজেলার দশঘর ইউনিয়ন আ’লীগের সহ প্রচার সম্পাদক ও বরুনী গ্রামের মৃত শেখ ইছকন্দর আলীর ছেলে।
Thank you for reading this post, don't forget to subscribe!শুক্রবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ মে রাতে পীরের বাজার থেকে বাড়ি ফেরার পথে বরুনী গ্রামের রাস্তায় প্রতিপক্ষের হামলার শিকার হন গয়াছ। এসময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।
এদিকে, হামলার ঘটনায় ২ জুন ২০ জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন তার ছেলে মাজেদ আহমদ। মামলা নং- (২)। মামলায় অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করা হয়। মামলায় প্রধান আসামি করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বরুনী গ্রামের মাসুক মিয়াকে।
নিহতের ছেলে মাজেদ আহমদ বলেন, পূর্ব বিরোধের জের ধরে মাসুক মিয়ার নেতৃত্বে গয়াছ মিয়ার উপর হামলা চালানো হয়।
এ ব্যাপারে মাসুক মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা ও বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করবো। মামলার প্রকৃত আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

