আন্তর্জাতিক ডেস্ক :মুসলিম বিশ্বের সর্বত্র নারী শিক্ষার সমান সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজাই। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নারী শিক্ষা বিষয়ক এক সম্মেলনে এ আহ্বান জানান তিনি। সম্মেলনের প্রথম দিন শনিবার সেখানে বক্তব্য দেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দুইদিন ব্যাপী চলা এই সম্মেলনের দ্বিতীয় দিন বিশেষ অতিথির বক্তব্যে নারী শিক্ষার বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরে তা কাটিয়ে ওঠার ওপর বিশেষ জোর দিয়েছেন মালালা। নারীরা যেন পরিপূর্ণ শিক্ষার সুযোগ পায় সে বিষয়ে বিশ্ববাসীর কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, নারী শিক্ষার ক্ষেত্রে যেসকল প্রতিবন্ধকতা রয়েছে তা চিহ্নিত করে বিশ্ববাসীকে এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে হবে বলে মনে করেন ওই নারী শিক্ষা অধিকার কর্মী। তিনি বলেন, ‘প্রথমেই আমাদের নারী শিক্ষার সমস্যা উপলব্ধি করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। অন্যথায় দেশে যে সংকট তৈরি হবে তাতে অর্থনীতি পিছিয়ে পড়বে।’ এছাড়া নারীদের শিক্ষা বিমুখ করে রাখলে পাকিস্তানের জনগণের নিরাপত্তা হুমকিতে পড়তে পারে বলেও মন্তব্য করেছেন মালালা। তিনি বলেন, এ সমস্যা মোকাবেলা করতে না পারলে গোটা সমাজই পিছিয়ে পড়বে। মালালা আরও বলেন, নারী শিক্ষার বিষয়টি নিশ্চিত করতে না পারলে ইসলামের মৌলিক মূল্যবোধ নিয়েও চলা সম্ভব হবে না। কেননা ইসলামে নারীদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। নারী শিক্ষাবিষয়ক ওই সম্মেলনকে স্বাগত জানিয়েছেন মালালা।
Thank you for reading this post, don't forget to subscribe!
