স্থানীয় সুত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের শফিক মিয়ার ছেলে মো. মছব্বির হোসেন (২২) ছোট বেলা থেকেই কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। তবে দু’বছর থেকে সে সুস্থ্য হয়ে কাজ করে সংসার চালাতো। গত বছর তার মা মারা যান। পরে সংসার না চলায় গত এক সপ্তাহ আগে তাকে বিয়ে করানো হয়। কিন্তু বিয়ের দু’দিন পর থেকে সে আবারো পাগলামী শুরু করে। তার পরিবারের লোকজন বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে গেলেও সকাল থেকে মছব্বিরের পাগলামী বেড়ে যায়।
Thank you for reading this post, don't forget to subscribe!আবারো কবিরাজ দেখানোর উদ্দেশ্যে তার ছোট ভাই মোতাচ্ছির তাকে মৌলভীবাজার নিয়ে যায়। এ সময় কবিরাজ নামাজে গেলে কবিরাজের বাড়িতেই এক ফাঁকে সে বিষপান করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সিলেট রেফার করেন। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহত ময়নাতদন্ত হয়। কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বিষপানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

