ডায়ালসিলেট ::
Thank you for reading this post, don't forget to subscribe!বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় এক ডাকাত পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতেমঙ্গলবার রাত পৌনে ৮ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে পৌর এলাকার খাসা নয়াবাজার এলাকা থেকে সিএনজি অটোরিকশাসহ তাদের আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতরা জানিয়েছে, রাতে তারা মুড়িয়া ইউনিয়নের একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ সিএনজি থেকে দু’টি বন্দুক, একটি পিস্তল, ১৪ রাউন্ড বুলেট, ৩টি লম্বা দাসহ ডাকাতির নানা সরঞ্জামাদি উদ্ধার করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ পালিয়ে যাওয়া ডাকাত আটকে ব্যস্ত রয়েছে। এছাড়া ধৃত ডাকাতদের নিয়ে তাদের স্থানীয় সহযোগিদের আটক করতেও পুলিশ সম্ভাব্য স্থানে অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ৩ ডাকাত ও আগ্নেয়াস্ত্রসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করেছি। পুলিশ অপর ডাকাতদের আটক করতে তৎপর রয়েছে বলেও জানান ওসি।

