বিনোদন ডেস্ক::হঠাৎ করেই বলিউডে রটে গেল ডিসেম্বর মাসে নাকি বিয়ে করতে চলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এমনকি রটে গেল রাজস্থানের জঙ্গল ও স্পা রিসোর্টেই নাকি বিবাহ বাসর বসতে চলেছে তাদের। শোনা গিয়েছে, জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় বর ও কনের পোশাকও তৈরি করছেন। তবে এতসব জল্পনায় যখন মত্ত পুরো বলিউড, ঠিক তখনই বিয়ে নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে দিয়ে ক্যাটরিনা স্পষ্ট জানান, আপাতত কোনো বিয়ের প্ল্যান নেই। গত ১৫ বছর ধরে নানা সময়েই আমার বিয়ে নিয়ে গুঞ্জন রয়েছে। নতুন করে এসব নিয়ে আর ভাবি না। শুধু ক্যাটরিনা নয়, অভিনেত্রীর বিয়েকে গুজব বলে উড়িয়েছেন ভিকি ও ক্যাটরিনার নিকট বন্ধুও।
Thank you for reading this post, don't forget to subscribe!ডায়ালসিলেট এম/

