বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের অংশ হিসেবে দুবাইয়ে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ আল খলিফায় ১৭ ও ২৬ মার্চ আলোকচ্ছটার মাধ্যমে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ছবি দেখানো হবে। আরব আমিরাতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের বিষয়টি জানিয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি জানান, বুধবার (১৭ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইতে অবস্থিত ২ হাজার ৭১৬ ফুট উচ্চতার এ ভবনটিতে দেখা মিলবে বঙ্গবন্ধুর ছবির।
বুধবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত দুবাইয়ের বুর্জ খলিফার পুরোটা জুড়ে থাকবে বঙ্গবন্ধুর ছবি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর লোগোও প্রদর্শিত হবে ভবনটিতে।
এর আগে ২০১৯ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দুবাইয়ের বুর্জ খলিফায় বাংলাদেশের পতাকার আদলে ২৫ সেকেন্ড স্থায়ী আলোকসজ্জা করা হয়েছিল।

