২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

 

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: বৃটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের ব্যাক্তিগত বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাতে ১টা ৩০ মিনিটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা জানতে তদন্ত চালিয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। এ খবর দিয়েছে বৃটিশ সংবাদ মাধ্যম ”স্কাই নিউজ”।

জানা যায়, স্যার কিয়ার স্টারমার বিরোধী দলের নেতা থাকা অবস্থায় ক্যান্টিস টাউনের নিজস্ব ওই বাড়িটিতে পরিবার সহ বসবাস করতেন। বাসবভনটির মূল্য প্রায় ২ মিলিয়ন পাউন্ড। সূত্র বলছে বাড়িটির ভিতরে আগুন লাগেনি, শুধুমাত্র প্রবেশদ্বারে আগুন লেগেছে। আগুন লাগার সাথে সাথে দমকল বাহিনীকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বৃটিশ ফায়ারবিগ্রেড সমস্ত রিপোর্ট জমা দেয়ার পর সোমবার বিকেলে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। এদিকে কঠোর ইমিগ্রেশন নীতি প্রণয়নের পর সোমবার সারাদিন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার আলোচনার কেন্ত্রবিন্দু ছিলেন। কঠোর ইমিগ্রেশন নীতি প্রনয়নের ক্ষেত্রে এই অগ্নিকাণ্ডের ঘটনার কোন যোগসাজস আছে কী না তা খতিয়ে দেখবে বৃটিশ গোয়েন্দা সংস্থা।