জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২১-২০২২’ এর সিলেট ভেন্যুর খেলা বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে।
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট ভেন্যুতে প্রথমবারের মত মুখোমুখি হচ্ছে আবাহনী ক্রীড়া চক্র ও মোহামেডান স্পোটিং ক্লাব। এর আগে সিলেটে দুটি দল মুখোমুখি হয়নি।
বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে বিকাল সাড়ে ৫টায় প্রথম দিনের খেলায় মুখোমুখি হবে রহমতগঞ্জ এমএফএস ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সিলেট ভেন্যুতে মোট ৯টি ম্যাচ একই সময়ে অনুষ্ঠিত হবে। বুধবার জেলা ক্রীড়া ভবনে সাংবাদিক সম্মেলনে লীগের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।
তিনি জানান, বৃহস্পতিবার ছাড়াও আগামী ২৩ ফেব্রুয়ারি আবাহনী বনাম মোহামেডান, ২ মার্চ রহমতগঞ্জ বনাম উত্তর বারিধারা ক্লাব, ৬ মার্চ আবাহনী বনাম সাইফ স্পোর্টিং, ১২ মার্চ রহমতগঞ্জ বনাম বাংলাদেশ পুলিশ, ১৮ মার্চ রহমতগঞ্জ বনাম স্বাধীনতা ক্রীড়া সংঘ এবং ৩ এপ্রিল আবাহনী বনাম বসুন্ধরা কিংস, ৭ এপ্রিল আবাহনী বনাম উত্তর বারিধারা ও ৮ এপ্রিল রহমতগঞ্জ বনাম মোহামেডান স্পোটিং ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
তবে খেলা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে না। নির্দেশনা আসলে সবার জন্য খেলা দেখার সুযোগ থাকবে বলে জানিয়েছেন মাহি উদ্দিন সেলিম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল-আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বিজিত চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী জাবু, যুগ্ম-সম্পাদক হানিফ আলম চৌধুরী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিনিয়র সাংবাদিক ইকরামুল কবির, ইলেকট্রনিক মিডিয়া এন্ড জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সভাপতি মঈনউদ্দিন মঞ্জু, জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মাসুক মিয়া ও সিরাজ উদ্দিন।ৃ

