আন্তর্জাতিক ডেস্ক :লেবানের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় এক প্রবাসী বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকাল ৩টা ২৩ মিনিটে হাজমিয়ে এলাকায় এই ঘটনা ঘটে। লেবাননের বাংলাদেশ দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। নিহত ওই ব্যক্তির নাম মোহাম্মাদ নিজাম (৩১)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে।
Thank you for reading this post, don't forget to subscribe!লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের চলমান সংঘাতের মধ্যে এই ঘটনা ঘটে। কাজে যাওয়ার পথে কফি খাওয়ার জন্য গিয়েছিলেন তখনই নিহত হন তিনি।
লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মাদ নিজাম উদ্দিনকে ‘রেমিট্যান্স যোদ্ধা’ বলে অভিহিত করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।

