Thank you for reading this post, don't forget to subscribe!
আন্তর্জাতিক ডেস্ক::মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফ্লোরিডা রাজ্যে জয়ী হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিজয়ী হওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টের জন্য এই রাজ্যটি গুরুত্বপূর্ণ। এখানে ২৯টি ইলেকটোরাল ভোট রয়েছে।
এর আগে ২০১৬ সালের নির্বাচনেও এই রাজ্যে জয়ী হয়েছিলেন ট্রাম্প।
মার্কিন নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্য ওহাইওতে জয়ী হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালের নির্বাচনেও তিনি এই রাজ্য থেকে ৮ শতাংশ বেশি ভোটে জয়ী হয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় রাজ্য ওহাইও। এখানে ১৮টি ডেলিগেট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে দীর্ঘ সময় ধরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্য হয়ে আছে এটি।
অন্তত ১৪টি নির্বাচনে হোয়াইট হাউসে জয়ী কে হবে, তা নির্ধারণ করে দিয়েছে এই রাজ্য।

