বড়লেখার সীমান্তবর্তী বোবারথল মাঝগান্ধাই হাফিজিয়া দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি নিয়াজুর রহমানকে স্থানীয় বিজিবি ক্যাম্প কমান্ডারের লাঠিপেটা ও অশ্রাব্য গালিগালাজের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন।শনিবার দুপুরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয় লোকজন জানান, গত বুধবার সন্ধ্যার পর বিজিবি ক্যাম্প কমান্ডার রাস্তায় গাড়ি রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এর প্রতিবাদ করায় বোবারথল বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মনির হোসেন স্থানীয় শিক্ষানুরাগী নিয়াজুর রহমানকে লাঠিপেটা ও অশোভন আচরণ করেন। এদিকে এ ঘটনার প্রতিবাদে বোবারথল এলাকাবাসী শনিবার দুপুরে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছেন মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে সমাজসেবক জালাল উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক আবুল হোসেনের সঞ্চালনায় মাঝগান্ধাই বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- বিজিবি কর্মকর্তার হাতে শারীরিক লাঞ্ছিতের শিকার মাদ্রাসা কমিটির সভাপতি নিয়াজ উর রহমান, সমাজসেবক মোহাম্মদ আব্দুর রহমান, আব্দুল করিম, আনাছুর রহমান, আওয়ামী লীগ নেতা আবুল হাসান জুনাই প্রমুখ। এব্যাপারে জানতে বিজিবি’র বোবারথল ক্যাম্প কমান্ডার সুবেদার মনির হোসেনের মুঠোফোনে শনিবার বিকেলে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেন নি।
Thank you for reading this post, don't forget to subscribe!বড়লেখায় বিজিবি কর্তৃক মাদ্রাসা সভাপতি শারীরিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন
Bydialsylhetnews
মে ২৮, ২০২২
