Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়ালসিলেট রিপোর্ট :: আজ (বুধবার) মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ রানে জয়ের মধ্যদিয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ।
তিন ম্যারের মধ্যে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ টাইগার দল। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। সেবার ওয়ানডেতে প্রতিবেশীদের ২-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল টাইগাররা।
এবার ৩ ম্যাচের ২টিই ম্যাচে বাংলাদেশ জয়ের মাধ্যমে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ।
মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি ও মাহমুদুল্লাহ রিয়াদের ফিফটিতে ৭ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ । তার জবাবে ৯ উইকেটে ২৬৬ রানে থেমে যায় ভারত।
ব্যাট হাতে ৮৩ বলে ১০০ রান করা পর বোলিংয়েও আলো ছড়ান মেহেদী মিরাজ। ৪৬ রানে নেন ২ উইকেট। এছাড়া সাকিব আল হাসান ১০ ওভারে এক মেডেসনহ ৩৯ রানে নেন ২ উইকেট। ১০ ওভারে ৪৫ রানে ইবাদত হোসেনের শিকার ৩ উইকেট। মোস্তাফিজুর রহমান নিয়েছেন ৪৩ রানে ১ উইকেট। প্রথম ওয়ানডেতে মিরাজ-মোস্তাফিজের ঐতিহাসিক জুটিতে বাংলাদেশ জিতেছিল ১ উইকেটে।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৬৯ রানেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সপ্তম উইকেটে জুটি গড়েন মিরাজ-মাহমুদুল্লাহ। দলীয় ২১৭ রানে মাহমুদুল্লাহর বিদায়ে ভাঙে এ জুটি। ৯৬ বলে ৭ চারে ৭৭ রান করেন তিনি। অষ্টম উইকেটে নাসুম আহমেদের সঙ্গে মাত্র ২৩ বলে ৫৪ রান যোগ করেন মিরাজ। ইনিংসের শেষ বলে সিঙ্গেল নিয়ে পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৮৩ বলের ইনিংসে ছিল ৮ চার ও ৪টি ছক্কার মার। নাসুমের ১১ বলে ১৮ করেন।

