ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের কারাগারে সাজা খাটার পরও ১৫ মাস ধরে সেখানে থাকা ভারতীয় কিশোর রোহি দাস সরকারকে হাইকোর্টে হাজির করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে তাকে তার মায়ের কাছে ফেরত দিতেও নির্দেশনা চাওয়া হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ রোববার (১০ ডিসেম্বর) এর সংবাদ সংযোজন করে আইনজীবী বিভূতি তরফদার এই রিট দায়ের করেন। আগামীকাল সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি হবে।
মামলার বিবরণে জানা যায়, অবৈধ প্রবেশের অভিযোগে দেড় বছর ধরে মৌলভীবাজারের কারাগারে আটক আছেন রোহিদাস। মায়ের সঙ্গে রাগ করে গত বছরের ৩ জুন ভুল করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েন তিনি। পরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাকে আটক করে।
জানা গেছে, আদালত ভারতীয় কিশোরকে তিন মাস ২০ দিনের কারাদণ্ড দেন। তবে, আদালত সাজা দেওয়ার আগেই, অর্থাৎ যে তারিখে ঘোষণা করা হয় এর আগেই সাজা খাটার মেয়াদ শেষ হয়ে যায়। ফলে আদালত তাকে মুক্তির নির্দেশ দেন। কিন্তু, সাজা শেষ হওয়ার ১৫ মাস পরও মুক্তি মেলেনি তার।

