ডায়াল সিলেট ডেস্ক :: কমলগঞ্জ উপজেলার ধাতাইলগাঁও এলাকার জনৈক পরিদ্র শব্দকর (৬৫), পিতা-মৃত ইন্দ্র শব্দকর, এর প্রতিবন্ধি মেয়ে (২৫)’কে অভাবের কারণে পার্শ্ববর্তী উবাহাটা গ্রামের রজত ধর (৫০), পিতা-মৃত লক্ষী ধরের বাড়ীতে প্রায় ১০ মাস পূর্বে কাজে দেয়। কিছুদিন পর আসামী রজত ধর উক্ত প্রতিবন্ধি মেয়েকে বিভিন্ন প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। ইহাতে মেয়েটি তথায় কাজে যাওয়া বন্ধ করিলে কিছু দিনের মধ্যে তাহার শরীরে অস্বাভাবিকতা প্রকাশ পায়। এক পর্যায়ে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করিলে সে ৬ মাসের অন্তঃসত্তা বলিয়া জানা যায়। এই ঘটনায় রজত ধরের বিরুদ্ধে কমলগঞ্জ থানার মামলা হয়। যাহার মামলা নং-৩, তারিখ-৫/৩/২২ইং, ধারা-নারী ও শিশু(সংশোধনী/০৩)-এর ৯(১) রুজু হইলে আসামী রজত ধর ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শ্রীমঙ্গল র্যাব-৯-এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ১১ মার্চ বিকেলে কমলগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা চাতলাপুর হইতে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত রজত ধর জিজ্ঞাসাবাদে সে প্রতিবন্ধি মেয়েকে একাধিকবার ধর্ষণ করিয়াছে মর্মে স্বীকার করে। তাকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!
