ডায়ালসিলেট :ভারতে আটক চার বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবৈধভাবে ভারতে গিয়ে আটক হয়েছিলেন তারা।বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে মাধবপুর উপজেলার হরিণখোলা বিওপিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়
Thank you for reading this post, don't forget to subscribe!এর আগে বুধবার (১ জানুয়ারি) বিকেলে অবৈধভাবে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে
চার বাংলাদেশী হলেন মাধবপুর উপজেলার গন্ধর্ভপুর গ্রামের আকাশ মিয়া, তার স্ত্রী সাথী আক্তার, শিশুকন্যা ফাতেমা আক্তার ও অপরজন হচ্ছেন একই গ্রামের আল আমীন।
বিজিবি হবিগঞ্জ-৫৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ বি এম শাহরিয়ার সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে আটক হয়েছিলেন তারা। পরে হবিগঞ্জ ব্যাটালিয়ানের অধীন হরিণখোলা ও প্রতিপক্ষ ১০৪ বাটালিয়ানের বিএসএফ সিধাই ক্যাম্পের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ। অবৈধভাবে সীমান্ত অনুপ্রবেশের অপরাধে আটক ব্যক্তি ও দুই দালালের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

