বিনোদন ডেস্ক::দীর্ঘ সময় সম্পর্কে থাকার পর ২০১৬ সালে আলাদা হয়ে যান অঙ্কিতা লোখান্ডে ও সুশান্ত সিং রাজপুত। সুশান্তের চলে যাওয়ার পর থেমে থাকেননি অঙ্কিতা। বরং নিজের মতো করে জীবনে এগিয়ে গেছেন। ২০২০ সালে সুশান্তের মৃত্যু। তার দেড় বছরের মাথায় ২০২১ সালে তার বর্তমান স্বামী তথা প্রেমিক শিল্পপতি ভিকি জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। সুশান্তের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকে অঙ্কিতার জীবনে প্রেমের বিন্দু ভিকিই। কিন্তু বিয়ের এক বছরের মাথায় অঙ্কিতার দাম্পত্যে অশান্তি।
Thank you for reading this post, don't forget to subscribe!সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, যে কোনো স্বামী-স্ত্রীর মধ্যেই রাগ অভিমান, ঝগড়া অশান্তি হওয়াটাই স্বাভাবিক।
তার কথায়, ভিকি আর আমারও ঝগড়া হয়, আমাদের মধ্যেও মনোমালিন্য, অশান্তি হয়। যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই ধৈর্যশীল হওয়া খুব গুরুত্বপূর্ণ। আমার মধ্যে ধৈর্য বা মানিয়ে নেওয়ার ক্ষমতা একেবারেই ছিল না। এ বিষয়টি ভিকি অনেকটাই সামলে নিয়েছে, আমাকে বুঝিয়েছে।
শেষে অঙ্কিতার সংযোজন, রাগ, অভিমান তো থাকবেই। তবে কোনো একটা পর্যায়ে থামতে জানতে হয়।
ডায়ালসিলেট এম/

