মনজু বিজয় চৌধুরী॥ এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে এডভোকেসী ও সাংবাদিক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা শহরের ইপিআই ভবনে অনুষ্ঠিত হয়। আগামী ২০ ফেব্রুয়ারি মৌলভীবাজার সদর উপজেলা, রাজনগর উপজেলা, কুলাউড়া উপজেলা, জুড়ী উপজেলা, বড়লেখা উপজেলা, কমলগঞ্জ উপজেলা, শ্রীমঙ্গল উপজেলা, মৌলভীবাজার পৌরসভা, বড়লেখা পৌরসভা ও শ্রীমঙ্গল পৌরসভার ৬৭টি ইউনিয়ন, ২২৮টি ওয়ার্ডের ৬ থেকে ১১ বছর বয়সী ২৬ হাজার ৯৯৭ জন শিশুকে এবং ১২ থেকে ৫৯ বছর বয়সী ২ লক্ষ ২৩ হাজার ২২৯ জন শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসূল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ৭টি উপজেলা ও ৩টি পৌরসভার মোট ১ হাজার ৬৮৭টি কেন্দ্রে এই ক্যাপসূল খাওয়ানো হবে। ৩০৮ জন সুপারভাইজার, ৩ হাজার ৩৯৪জন স্বেচ্ছাসেবক ও ৮শ’২৮ জন কর্মী এই ক্যাম্পেইনে দায়িত্ব পালন করবে। ওরিয়েন্টেশন সভায় মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ফজলুর রহমান। বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, ইমজা সভাপতি তমাল ফেরদৌস, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন- ডা. টমাস দে টিটু, ডা. মুরাদ আলম প্রমুখ।
Thank you for reading this post, don't forget to subscribe!
