বিনোদন ডেস্ক;:চলতি সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী শবনম ফারিয়া। টিভি নাটক নিয়ে চলছে তার সময়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকের মাধ্যমে বেশ ভালো দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে আপাতত আর কোনো ধারাবাহিক হাতে নিচ্ছেন না এ অভিনেত্রী। খণ্ড নাটক নিয়েই ব্যস্ত থাকবেন। এদিকে নতুন একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন ফারিয়া। নাম ‘মুন্সিগিরি’। পরিচালনা করছেন অমিতাভ রেজা।
Thank you for reading this post, don't forget to subscribe!ছবিটিতে আরো অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা। অন্যদিকে ক’দিন আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে ফারিয়ার। বিষয়টি তিনি নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছিলেন। কিন্তু নতুন করে কি নিজেকে নিয়ে ভাবছেন তিনি? ফারিয়ার সাফ কথা, এখনই না। এ নিয়ে ভাবার সময় এখনো হয়নি। আরো পরে হয়তো ভাববো। সত্যি বলতে তখন পারিবারিক কারণে বিয়েটা তাড়াহুড়ো করে করতে হয়েছিল। এ ধরনের ভুল আর করতে চাই না। বিয়ে তো বারবার হওয়ার বিষয় নয়। তাই এবার খুব দেখেশুনে ও বুঝে সিদ্ধান্ত নেবো। সেটা আরো পরে। এখন আমি কাজ নিয়ে ব্যস্ত আছি। সামনে নাটক ও ওয়েব ফিল্মের টানা কাজ রয়েছে। পুরো মনোযোগটা কাজেই দিতে চাই।

