আন্তর্জাতিক ডেস্ক :ঘণ্টার হিসেব করলে মার্কিন নির্বাচনের আর বেশি সময় বাকি নেই। এক দিনেরও কম সময় পরে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এরপরেই আমেরিকানরা পাচ্ছে তাদের নতুন নেতা। এবারের নির্বাচনের দুই প্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নিজ শিবিরে সম্ভাব্য সকল ভোটারদের ভোট কুড়াতে মরিয়া হয়ে শেষ মুহূর্তে এসেও জোরালো অভিযান চালিয়ে যাচ্ছেন দুই প্রার্থী। ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিস মিশিগানের স্টেট ইউনিভার্সির প্রচারাভিযানে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে নিজের সকল শক্তি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আমি গাজায় যুদ্ধের ইতি টানতে নিজের সর্বশক্তি বিনিয়োগ করবো। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
Thank you for reading this post, don't forget to subscribe!এতে বলা হয়, মিশিগানের জনসভায় একদম সরাসরি এই ঘোষণা দিলেন কমালা। যুক্তরাষ্ট্রের এই রাজ্যটিতে আরব-আমেরিকান বংশোদ্ভূত ভোটারের সংখ্যাই বেশি। তাদের উদ্দেশ্য করে কমালা গাজায় শান্তি ফিরিয়ে আনতে নিজের সকল প্রচেষ্টার বিষয়ে আগাম বার্তা তুলে ধরেন। মূলত সেখানে আরব-মার্কিন বংশোদ্ভূত নাগরিকদের ভোটের হিস্যা পেতেই এমন ঘোষণা দিয়েছেন কমালা হ্যারিস। কেননা গত শুক্রবার আরব-আমেরিকানদের সামনে হাজির হয়েছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্প। বৃহৎ আরব-আমেরিকান জনবহুল এলাকা ডেয়ারবর্ন শহরে সফর করেন তিনি। সেখানে তিনি গাজায় যুদ্ধের পেছনে ডেমোক্রেটদের ভূমিকার কথা তুলে ধরেন। এ বিষয়টিকে পুঁজি করে ট্রাম্প বলেছেন, ইসরাইলকে আর্থিকভাবে সুবিধা দিয়েছে ডেমোক্রেটরা।

