ডায়ালসিলেট ডেস্ক::পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নাধীন ভটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন শতবর্ষী ফখরুন নেছা চৌধুরী। ১০২ বছর বয়সী ফখরুন নেছা খলাদাপনিয়া গ্রামের মৃত আব্দুল খালিক চৌধুরীর স্ত্রী। ভোট দিতে পেরে খুশি তিনি।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ বুধবার (৫ জানুয়ারি) ভটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শতবর্ষী এই বৃদ্ধা লাঠিতে ভর করে ভোট দিতে এসেছেন।
তিনি বলেন, ‘জীবনের শেষ সময়ে নিজের ভোটটি পছন্দের প্রার্থীকে দিতে পেরে আনন্দ লাগছে। ভোটকেন্দ্রে কষ্ট করে এলেও এখন আর কষ্ট হচ্ছে না।’

