মনজু চৌধুরী: মৌলভীবাজারে মনু নদীর পানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় সতর্ক অবস্থানে জেলা প্রশাসন। রোববার ১৯ জুন রাত থেকে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং স্থানীয় জনগণ সতর্ক অবস্থানে রয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী,পানি উন্নয়ন বোর্ড, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এবং নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড নদী তীরবর্তী চাঁদনী ঘাট ব্রিজ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। ইতোমধ্যে জেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ জনগণকে সতর্ক করার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছে।

