ডায়াল সিলেট ডেস্ক :: পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এতে দায়িত্ব পেলেন বেশকিছু নতুন মুখ। বুধবার রাজভবনে নতুন ৭ মুখসহ মোট আট মন্ত্রীকে শপথবাক্য পাঠ করালেন অস্থায়ী রাজ্যপাল লা গণেশন। মন্ত্রিসভায় নতুন সদস্যদের মধ্যে রয়েছেন প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, স্নেহাশিস চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, বিপ্লব রায়চৌধুরী, তাজমূল হোসেন, সত্যজিৎ বর্মনরা।
২০২১ সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূল মন্ত্রিসভায় এটিই সবচেয়ে বড় রদবদল। রাজ্যটির বিধানসভার সংখ্যার নিরিখে মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীসহ সর্বোচ্চ ৪০ জন মন্ত্রী থাকতে পারেন। এদিন সেই সীমা পূর্ণ হলো।
শপথগ্রহণ অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। আমন্ত্রিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত ছিলেন না।
তাৎপর্যপূর্ণভাবে সাঁওতালি ভাষায় শপথ বাক্য পাঠ করলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদা। একসঙ্গে শপথবাক্য পাঠ করেন ৫ পূর্ণমন্ত্রী। দুই স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও শপথ নেন একসঙ্গে। প্রতিমন্ত্রীরাও শপথ নিয়েছেন পরে।
শপথের পর দপ্তর বণ্টনের প্রক্রিয়া শুরু হবে। সেক্ষেত্রেও যে বড়সড় রদবদল হবে সেই ছবিটাও স্পষ্ট। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডে ও ইডির হাতে বন্দি পার্থ চট্টোপাধ্যায়ের হাতে অনেকগুলো বড় বড় দপ্তর ছিল। সেগুলো এবার বণ্টন হবে নতুনদের মধ্যে।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *