বিনোদন ডেস্ক::জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। চ্যালেঞ্জিং সব চরিত্র করে দর্শকদের মন কেড়েছেন। নাটকের পাশাপাশি ওয়েব দুনিয়া কিংবা সিনেমা পর্দায় এসেও নিজের জাত চিনিয়েছেন। সবশেষ তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমায় তার অভিনয় দর্শকদের মনে দাগ কাটে। সেই ধারাবাহিকতায় মম এবার ওটিটি প্ল্যাটফরম হইচইয়ের মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব সিরিজ ‘মহানগর’-এ অভিনয় করেছেন। নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় এ সিরিজের অভিনয়শিল্পী হিসেবে মোশাররফ করিম ও শ্যামল মওলার নাম আগেই ঘোষণা করেছে হইচই। সিরিজের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করেছেন মম। এ অভিনেত্রী বলেন, এই সিরিজে কাজ করতে গিয়ে সত্যিই আমার নয়া অভিজ্ঞতা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!নিপুণ ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে, উনি সুনিপুণ একজন পরিচালক। ‘মহানগর’-এর আগে ভারতীয় প্রতিষ্ঠান হইচই বাংলাদেশে যাত্রা শুরুর দিকে পাঁচফোড়ন সিরিজে তৌকীর আহমেদের নির্মাণে দেখা গেছে মমকে। সম্প্রতি জিফাইভের ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’-এ মিনা চরিত্রে অভিনয় করেও দর্শকমহলে প্রশংসিত হয়েছেন মম। কাজ করেছেন আরেক ওয়েব সিরিজ ‘বিলাপ’-এ। ২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। প্রথম ছবিতেই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরে ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন মম।

