মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা বিজেপির বহিষ্কৃত নেত্রী নুপুর শর্মাকে তলব করেছে মহারাষ্ট্র পুলিশ। মঙ্গলবার মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে তাকে তলবের নোটিশটি পাঠানো হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!মহারাষ্ট্র পুলিশের তলবে বিজেপির এই নেত্রীকে আগামী ২২ জুন থানে জেলার মুমব্রা পুলিশ স্টেশনে উপস্থিত হয়ে তদন্ত কর্ককর্তার সামনে তার বক্তব্য পেশ করতে বলা হয়েছে। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর দিয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, বহিষ্কৃত এই নেত্রীকে তলবের ওই নোটিশটি ই-মেইল এবং পোস্টে পাঠানো হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত আছে।
একটি টেলিভিশনের বিতর্ক অনুষ্ঠানে তিনি মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যটি করেন। তার করা মন্তব্য নিয়ে উপসাগরীয় কয়েকটি মুসলিম দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে। এরপর রোববার তাকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়।
এর আগে সোমবার মুম্বাই পুলিশ কমিশনার সঞ্জয় পান্ডে বলেছিলেন, নুপুর শর্মার বিরুদ্ধে ইতোমধ্যে পাইধনি থানায় এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দাখিলে হয়েছে। আইন অনুযায়ী আমরা তাকে তার বক্তব্য দিতে ডাকবো।

