ডায়ালসিলেট :মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব. সিলেটের নেতৃবৃন্দ।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দক্ষিণ সুরমা উপজেলা শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এসময় তারা শহিদদের সম্মানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন।
এসময় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক জুমান আহমেদ, ক্রীড়া সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক এমরান ফয়সল উপস্থিত ছিলেন।
পরে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযুদ্ধাদের সম্মানে সংবর্ধনা, বিজয় মেলা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

