ডায়াল সিলেট ডেস্ক : ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নিসচা নেতৃবৃন্দ।
Thank you for reading this post, don't forget to subscribe!নিসচা বড়লেখা উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি’র তত্বাবধানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পৃষ্টপোষক মোহাম্মদ তারেক হাসনাত, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমন, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার শাকিল, এমরান আহমদ প্রমুখ।
উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারো নিসচা বড়লেখা উপজেলা শাখা ব্যাপক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে যা রয়েছে- আলোচনা সভা, জনসচেতনতামূলক সাইনবোর্ড-ফেস্টুন স্থাপন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ আরও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

