বিনোদন ডেস্কঃঃ মহান বিজয় দিবসে দেশবাসী ও ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। শুভেচ্ছা জানিয়ে শাকিব খান একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে বলেছেন, ‘বাংলাদেশ নামে একটি ফুলের গন্ধে সুরভিত হয়ে উঠবে গোটা পৃথিবী।’
Thank you for reading this post, don't forget to subscribe!শাকিব খানকে ভিডিওর শুরুতেই দেখা যায় স্মৃতিসৌধে খালি পায়ে এগিয়ে যাচ্ছেন। সাদা পায়জামা পাঞ্জাবির ওপর শরীরে একট চাদর জড়িয়ে নিয়েছেন। শাকিব খানের শারীরিক ভাষায় ক্রমশ উঠছে দেশের প্রতি আবেগ। স্মৃতিসৌধের চূড়ায়, জাতীয় পতাকায় বিজয়ের চিহ্ন। একটি গোলাপ স্মৃতি বেদিতে রেখে দেন এই নায়ক।
শাকিব খান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আজ বিজয় দিবসে আমাদের দৃঢ় শপথ হবে, নিজের জায়গায় দাঁড়িয়ে, নিজেদের প্রতিটি সেক্টরে বিজয়ী হবো।’
তিনি বলেন, ‘মহান মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে আমাদের হাতে যে বিজয় তুলে দিয়েছেন, আমাদের দ্বারাই সেই বিজয়ের সৌরভ পৌঁছে যাবে পৃথিবীর আনাচে কানাচে, অলিগলিতে। বাংলাদেশ নামে একটি ফুলের গন্ধে সুরভিত হয়ে উঠবে গোটা পৃথিবী।’
এদিকে শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’ ছবিটি মুক্তি পাচ্ছে। সিনেমা হলে মুক্তি না পেয়ে ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিচ্ছেন নির্মাতা অনন্য মামুন।

