মনজু চৌধুরী॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভার আয়োজনে ২৬ মার্চ শনিবার পৌর জনমিলন কেন্দ্রে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” বিষয়ে আলোচনা সভা এবংবীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষতি মহিলা আসনরে সংসদ সদস্য সয়ৈদা জোহরা আলাউদ্দনি,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার,জেলা ইউনিট কমান্ড মো: জামাল উদ্দিন প্রমূখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌরসভা মেয়র ফজলুর রহমান। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য এবং প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Thank you for reading this post, don't forget to subscribe!

