ডায়াল সিলেট ডেস্কঃ-
Thank you for reading this post, don't forget to subscribe!আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেট মন্দিরে ভক্তিভরে রাধাষ্টমী মহোৎসব পালিত হচ্ছে।
রবিবার ভোর থেকেই মন্দির প্রাঙ্গণ ভক্তিভরে ভক্তরা মঙ্গলারতি, গুরুপূজা, ভাগবত ক্লাস এবং হরিনাম সংকীর্তনে অংশ নেন। দুপুর ১২টায় রাধারানীর মহাভিষেক অনুষ্ঠিত হয়। এরপর ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী রাধারানীর মহিমা সম্পর্কে আলোচনা করেন।
উপস্থিত সকল গৃহস্থ ভক্তরা কেক কেটে রাধারাণীর আবির্ভাব দিবস উদযাপন করেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কীর্তনমেলা, অভিষেক,প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে ছোট-বড় ভক্তরা উল্লাসের সঙ্গে অংশ নেন।
ভক্তরা জানান, রাধাষ্টমী পালনের মধ্য দিয়ে তাঁদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একাগ্র প্রেম ও শ্রীমতি রাধারানীর দয়ার আশ্রয় প্রার্থনার সুযোগ এনে দেয়। এবারের রাধাষ্টমীতে মন্দির প্রাঙ্গণে অন্যান্য বছরের তুলনায় সবচেয়ে বেশি ভক্তের সমাগম লক্ষ্য করা গেছে।

