ডায়ালসিলেট ডেস্ক :: বরিশালে চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে পুরাতন অকেজো একটি রিভলবার পেয়েছেন সেন্টু হাওলাদার ও তার ছেলে সাইফুল ইসলাম খান। পরে রিভলবারটি পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।
Thank you for reading this post, don't forget to subscribe!
রোববার (১৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কাশিপুরের মগড়পারা গ্রামের খান বাড়ির পাশের ধানক্ষেত থেকে রিভলবারটি উদ্ধার করা হয়।
জানা গেছে, খান বাড়ির সেন্টু ও তার ছেলে সাইফুল বাড়ির পাশে ধানক্ষেতে চাষাবাদ করার জন্য মাটি খুঁড়তে থাকেন। এসময় সেখানে থাকা আকাশ মনি গাছের শিকড়ের পাশে পলিথিনে প্যাচানো অবস্থায় একটি রিভলবারটি দেখতে পান তারা। পরে এয়ারপোর্ট থানা পুলিশকে খবর দিলে তারা এসে রিভলবারটি উদ্ধার করে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেস চন্দ্র হালদার বলেন, পরিত্যক্ত অবস্থায় পুরাতন, জং ধরা, অকেজো একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

