ডায়ালসিলেট ডেস্ক : ইউরো কাপের দ্বিতীয় দিনে ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। শনিবার দিনের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে মাঠের মধ্যেই ডেনমার্কের তারকা মিডফিল্ডারের জ্ঞান হারিয়ে ফেলার ঘটনা ঘটেছে। যা নিয়ে ফুটবলবিশ্বে উৎকণ্ঠার শেষ ছিল না।
Thank you for reading this post, don't forget to subscribe!ঘটনাটি ম্যাচের ৪৩ মিনিটের সময়। ফিনল্যান্ডের আক্রমণভাগের সামনে একটি থ্রো-ইন পেয়েছিল ডেনমার্ক। মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনের উদ্দেশ্যে থ্রো-ইনটি করেন সতীর্থ খেলোয়াড়। কিন্তু সেই বল আর রিসিভ করতে পারেননি তিনি।
বলের কাছে পৌঁছানোর জোর প্রচেষ্টা চালান তিনি। সর্বশক্তি দিয়ে পা বাড়াতে চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। মাঠে লুটিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন ডেনমার্কের এই তারকা ফুটবলার। দৌড়ে আসেন সতীর্থরা। উৎকণ্ঠায় যার যার আসন ছেড়ে দাঁড়িয়ে যান দর্শক-সমর্থকরাও।
বিন্দুমাত্র সময় নষ্ট না করে দৌড়ে আসে মেডিকেল টিম। প্রাথমিকভাবে হার্টঅ্যাটাকের আশঙ্কা করেন তারা। এতে হতবিহ্বল হয়ে কান্নায় ভেঙে পড়েন মাঠের খেলোয়াড়রা।
প্রাথমিক চিকিৎসার পরও জ্ঞান ফিরছিল না এরিকসেনের। তাকে ঘিরে বৃত্তাকারে দাঁড়িয়ে দুই হাত তুলে স্রষ্টার কাছে প্রার্থনা করতে থাকেন সতীর্থরা।
টানা ১০ মিনিট ধরে সিপিআর দেওয়ার পরও যখন জ্ঞান ফিরছিল না এরিকসেনের, তখন স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। জরুরি অ্যাম্বুলেন্স ডাকা হয়।
এরই মধ্যে চোখ মেলে তাকান এরিকসেন। তার জ্ঞান ফেরার খুশিতে চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরতে থাকে সতীর্থদের। গ্যালারির দর্শকরাও কান্নায় ভেঙে পড়েন।
ডায়ালসিলেট/এম/এ/

