মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার জেরার মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উদ্যোগে ও মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী ফুটবল ম্যাচ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ সোমবার সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসের রিকাব্বর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা: শাহীনা আক্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা, জেলা পাসপোর্ট অফিসের উপপরিচালক মানিক চন্দ্র দেবনাথ,জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক নিয়াজ আহমেদ,জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক সুরঞ্জিত দাশ,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো:শফিকুল ইসলাম কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ এবং শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উক্ত খেলায় টাই ব্রেকারে কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ জয় লাভ করেন। খেলার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক উপস্থিত সকলকে নিয়ে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী প্রসিকিউটর জনাব এস এম শোয়েব রহমান।

Thank you for reading this post, don't forget to subscribe!

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *