ডায়ালসিলেট ডেস্ক:: হবিগঞ্জের মাধবপুরে গাঁজার চালানসহ ২ চোরাকারবারি আটক করেছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার দুপুরে কাশিমনগর থানা পুলিশ ফাঁড়ির এসআই বাবুল চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চেঙ্গারবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক চোরাকারবারি কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল-ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী গ্রামের রবিউল ইসলামের ছেলে সাহাদত হোসেন (২১) ও কিশোরগঞ্জ জেলার রায়টুটি থানার আয়াতুর মিয়ার ছেলে মাসুদ মিয়া (২৪)।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উত্তম কুমার দাস সত্যতা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এম/

